
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রৌমারী সদর উপজেলার টিএন্ডটি পাড়ায় কোর্টের তদন্ত সরেজমিনে না গিয়ে ভূল তথ্য দিয়ে প্রতিবেদন প্রেরণ ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন। আদালতের আদেশের কপি নিয়ে স্থানীয় ইউনিয়ন ভুমি অফিস, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের নিকট বারবার ধরনা দিয়ে সহযোগীতা না পেয়ে গতকাল ৪ আগষ্ট রবিবার সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মৃতু শমশের আলীর মেয়ে অসহায় সাহিমা খাতুন।
টিএন্ডটি পাড়ার শমশের আলীর মেয়ে সাহিমা খাতুন লিখিত বক্তব্যে বলেন, রৌমারী মৌজার অধিনে খতিয়ান নং ৮৫৯ রেকোর্ডেড ভুক্ত শমসের আলী ৬২৪ দাগের ৮ শতাংশ জমি দখলদার তারা। এই জমির মধ্যে ৩ শতাংশ জমি জাইদুল গংদের নামে বিক্রয় করে দেন। দিয়ারা রেকোর্ডের সময় শমসের আলীর ৮ শতাংশ জমি চক্রান্ত পুর্বক জাইদুল গং গন ৮ শতাংশই রেকোর্ড ভুক্ত করেন। এমতাবাস্থায় আদালতে রেকোর্ড সংসধনি মামলা করা হয়েছে। ৫ শতাংশ জমির মধ্যে ৩ শতাংশ জমি নিজের দখলে থাকলেও ২ শতাংশ জমি জাইদুল গং জবর দখল করে ভোগ করে আসছেন।
অপরদিকে উক্ত জমিটি জবর দখলের বিরুদে কোর্টে মামলা করলে কোর্ট একটি তদন্ত প্রতিবেদনের জন্য রৌমারী উপজেলা সহকারি কমিশনার ভুমি কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদনের জন্য আদেশ করেন। সহকারি কমিশনার ইউনিয়ন ভুমি কর্মকর্তা শাহাদত হোসেনকে সবেজমিনে তদন্ত পুবর্ক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। বলাবাহুল্য রহস্যজনক কারনে রৌমারী সদর ইউনিয়ন ভুমি কর্মকর্তা সরেজমিনে না গিয়ে ভুল তথ্য দিয়ে প্রতিবেদন প্রেরণ করেন।
অভিযোগে আরোও উল্লেখ করে বলেন, জমির কাগজ পত্র যাছাই বাছাই না করে ও সরেজমিনে না গিয়ে ভুল তথ্য দিয়ে ও রহস্যজনক কারনে আদালতে প্রতিবেদন পাঠান। এমন ভুলতথ্য প্রতিবেদনের পুনরায় সরেজমিন তদন্ত পুর্বক আমাদের রেকোর্ডিয় জমির কাগজ পত্রাদি যাছাই বাছাই অন্তে জমি বুঝিয়ে দিতে দাবী জানাই।