জামালপুরের মাদারগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় মৌসুমি বন্যা-২০২৪ পাকরুল ও হিদাগাড়ী এলাকার প্রায় ৩ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান রহমতুল্যাহ রিমু। এ সময় ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম তরফদার, চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল করিম, ইউপি সদস্য আহাজ উদ্দিন ফকির ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন । চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল হিদাগাড়ী এলাকার বন্যার্তদের মাঝে ওয়াস হাইজিন কিটস, প্লাস্টিক বালতি, প্লাস্টিক টুল, জেরিক্যান ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।