
ধামরাই প্রতিনিধি :
আজ ১৫ জুলাই লাখো ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল ধামরাইয়ের প্রায় ৪৪১ বছরের পুরনো শ্রী শ্রী যশোমাধবের উল্টো রথ। এই উল্টো রথ মেলার প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বেনজির আহমেদ সাংসদ ঢাকা ২০। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা মেয়র ধামরাই পৌরসভা। এসময় প্রশাসনের কড়া নিরাপত্তায় অনুষ্ঠানটি উদযাপিত হয়। এই রথ গত ৭ জুলাই মেজর জীবন কানাই দাস (অবঃ)এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন, আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা ও পুলিশ সুপার সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।