ঢাকা ও মানিকগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদিসের তৃ-বার্ষিক কাউন্সিল ২০২৪ অনুষ্ঠিত হয় শরীফবাগ কেন্দ্রীয় মসজিদে। মাওলানা বশীর উদ্দিনের সভাপত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাইখ অধ্যাপক ডঃ আব্দুল্লাহ ফারুক সভাপতি বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস কেন্দ্রীয় কমিটি,প্রধান আলোচক ছিলেন শাইখ ডঃ শহীদুল্লাহ খান মাদানী সাধারন সম্পাদক বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস কেন্দ্রীয় কমিটি।এসময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর ইলিয়াস খান, শাইখ ডঃ ফয়জুল আমিন সরকার প্রিন্সিপাল শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা,সহ কেন্দ্রীয় আরও অনেক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাইখ আব্দুল্লাহ আল মাহমুদ সাধারন সম্পাদক ঢাকা ও মানিকগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদিস। অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে ২০২৪ --২০২৭ এর ৩৭ সদস্য একটি কার্যকরী কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি পদে নির্বাচিত হন শাইখ আব্দুল্লাহ আল মাহমুদ ও সাধারন সম্পাদক পদে শাইখ আসাদুল ইসলামকে ঘোষণা করা হয়।