
মোঃ সৈয়দ আলম। লামা উপজেলা প্রতিনিধি।
পার্বত্য বান্দরবানের লামা উপজেলায় রাস্তায় কুড়িয়ে পাওয়া চার লাখ টাকা মালিককে ফিরিয়ে দেন বিজয় বাংলাদেশ পত্রিকার রিপোর্টার।
এই ঘটনায় নৈতিক চরিত্র, সততা, উৎকর্ষতার পরিচয় দিয়েছেন দৈনিক বিজয় বাংলাদেশ লামা সংবাদদাতা মোঃ ইউছুপ আলী শাহরাজ।এটা হতে পারে একজন সংবাদ কর্মীর সততা ও নৈতিকতার সেরা উদাহারণ।গত ২৭ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাস্তায় একটি শপিং ব্যাগ ভর্তি চার লাখ টাকা কুড়িয়ে পায় ‘বিজয় বাংলাদেশ’ লামা উপজেলা সংবাদদাতা শাহরাজ। এর দু’মিনিটের মধ্যেই তার ফেসবুক আইডি থেকে টাকা পাওয়ার বিষয়টি জানান দেন। তার কয়েক মিনিটের মধ্যে মালিক এসে টাকাগুলো বুজে নেন।
টাকাগুলো সরকারি রাজস্ব তহবিলে জমা করার জন্য জনৈক ব্যক্তি মোটর বাইকে যাওয়ার প্রাক্কালে পড়ে যায়। রাস্তায় পাওয়া টাকা প্রকৃত মালিককে ফেরত দিতে পেরে রিপোর্টার শাহরাজসহ তাদের পরিবার স্বস্তি পেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক টাকাগুলো বহনকারী ব্যাক্তি জানান, “আমি বেলা ১১টার দিকে ব্যাংকে জমা করার জন্য টাকা নিয়ে যাওয়ার পথে রাস্তায় কখন যে পড়ে যায় বুঝতে পারিনি। আমি রিপোর্টার ইউছুপ আলী শাহরাজ এর সততা দেখে অবাক হয়ে গেছি। সে চাইলে কাউকে না বলে নিজের কাজে খরচ করতে পারত। কিন্তু সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে আমাকে টাকাগুলো বুজিয়ে দিয়েছে; এটা সততার বড় উদাহরণ।”
এ ব্যপারে লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (শাহরাজ এর ভগ্নিপতি) সিনিয়র রিপোর্টার মোঃ কামরুজ্জামান বলেন, “আমাদের সহকর্মী সাংবাদিকদের নিয়ে যখন কিছু মানুষ নানান মন্তব্য করে বেড়াচ্ছেন। বিশেষ করে এক শ্রেণির মানুষকে বলতে শোনা যায়, ‘সাংবাদিকরা দু’চার পাঁচ শ্ টাকার জন্য বুকে কার্ড জুলিয়ে চষে বেড়ায়।’ ঠিক সেই মূহুর্তে একজন মফস্বল সংবাদকর্মীর এমন সততা সত্যেই প্রশংসনীয়। বিজয় বাংলদেশ লামা সংবাদাতার নৈতিক চরিত্রের এমন উৎকর্ষ সাধন, মহৎ কাজে আমরা সবাই গর্বিত।” একজন মানুষ যে পেশারই হোকনা কেন, নৈতিক চরিত্রের দিক থেকে সততা বা সত্যবাদিতা হতে হবে। নৈতিক চরিত্রের একটি দিক যা সততা, সত্যবাদিতা, সরলতা (আচরণের সরলতা: আন্তরিকতা সহ) এর মতো ইতিবাচক এবং গুণপূর্ণ গুণাবলীকে বোঝায়।
সাংবাদিকদের বলা হয় সমাজের দর্পন, জাতির বিবেক। যে সমাজে নাগরিকের জন্য সরকারী বরাদ্দ সামান্য সুযোগটুকুও হেরফের হওয়ার ঘটনাগুলো হতাশ করে দেয়। সে সমাজে সাংবাদিকতা পেশায় একজন যুবক চার লাখ টাকার লোভ সামলানোর বিষয়টি, এক আশার আলো দেখায়।