
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি, জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার (১ জুলাই) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ এ আদেশ দেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ার হোসেন জানান, ২০২০ সালের ২৫ এপ্রিল মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হন সার ব্যবসায়ী নওশের আলী। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সেই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চলতি বছরের মে মাসে চেয়ারম্যান রিমুর নাম উঠে আসে এবং উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান তিনি। জামিনের মেয়াদ শেষে হলে ১ জুলাই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সদ্য উপজেলা পরিষদ হ ুনির্বাচনের তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন রায়হান রহমতুল্লাহ রিমু।
অপরদিকে চেয়ারম্যান রিমুকে কারাগারে পাঠানোর আদেশ শুনে মাদারগঞ্জের বালিজুড়ি বাজারে বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থকরা। বর্তমানে মাদারগঞ্জে থমথমে পরিবেশ বিরাজ করছে। মাদারগঞ্জে প্রতিটি ইউনিয়নের জনগণ বিভিন্ন বাজার ও মোড়ে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করে তার মুক্তির দাবীতে।
এই ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।