
মোঃসৈয়দ আলম, লামা, বান্দরবান।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও প্রাক্তন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র দীর্ঘদিনের লালিত স্বপ্ন ‘লামা মহিলা কলেজ’ এর শিক্ষা কার্যক্রম অনুষ্ঠানিকভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে ০১/০৭/২৪ ইং রোজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রদীপ কান্তি দাশ, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রৃমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, এ কলেজ চালু হলে লামা ও আলীকদম উপজেলার নারীরা শিক্ষায় অনেক বেশি এগিয়ে যাবে। তাছাড়া,ইহাতে অত্র উপজেলার গনমানুষের লালিত স্বপ্ন পূরন ও নারী শিক্ষাকে প্রাধান্য দিয়ে সু – শিক্ষায় শিক্ষিত করার সুযোগ পাবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে।