বাগেরহাট এর রামপাল থানা পুলিশ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে এসআই (নিঃ)হুসাইন আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং-২৩/০৬/২০২৪খ্রিঃ তারিখ রামপাল থানাধীন শ্রীকলস সাকিনস্থ জনৈক বাচ্চু সরদার এর বসত বাড়ির পিছনে ইটের সলিং রাস্তার উপর ১. মোঃ মিরাজুল ইসলাম(২২), পিতা-দাউদ শেখ , গ্রাম- শ্রীকলস, থানা-রামপাল, জেলা-বাগেরহাট'কে ৪০ (চল্লিশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করে পুলিশ। এ বিষয় জানতে চাইলে এসআই (নিঃ)হুসাইন আহমেদ জানান আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পর উক্ত আসামীকে বাগেরহাট এর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।