
মোঃসৈয়দ আলম। লামা উপজেলা প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামী লীগ পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে ফাইতং উচ্চ বিদ্যালয় হল রুমে আলোচনা সভা করে এবং প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। (২৩জুন) রবিবার সকালে নয়াপাড়া দলীয় কার্যালয়ে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনে নেতাকর্মীরা।
আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে আওয়ামীলীগ সহ-সভাপতি শহিদুল্লাহ মিন্টু, সহসভাপতি নাজেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সোজা আকবর, যুবলীগ সভাপতি বাবু থোয়াই সানু মার্মা, মহিলা আওয়ামিলীগ সভাপতি শাহেদা ইয়াসমিন শাহেদা, যুব মহিলা আওয়ামিলীগ সভাপতি রেজিয়া বেগম, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুবেল, শ্রমিক লীগ মোহাম্মদ শাহেদ, ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইলুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রাজু’সহ আওয়ামিলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ প্রমূখ। আলোচনা সভায় সভাপতিত্বে করেন শহিদুল্লাহ মিন্টু এবং সঞ্চালনায় করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান শুক্কুর।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন আজ ৭৫ বছরে একটা পদার্পন করেছেন। জাতির জনকের ঐতিহাসিক বজ্রকন্ঠের ভাষনের মাধ্যমে এই দেশে স্বাধীনতা রচয়িত হয়েছিল। সেই স্বপ্ন পূরনের মাধ্যমে আমরা তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ছোঁয়ায় স্মার্ট বাংলাদেশে প্রবেশ করেছি। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্য বদ্ধ হয়ে সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করে মুজিব আর্দশের রাজনীতি প্রতিষ্ঠা করার সংগ্রামের ঝাপিয়ে পড়ার আহবান জানান বক্তারা।