
মোঃসৈয়দ আলম। লামা উপজেলা প্রতিনিধি।লামা,বান্দরবান।
অনেকে মনে করেন, নিজের সৃজিত ভূমির গাছ নিজে কেটে বাজারজাত করা হলে বন বিভাগ বা অন্য কোনো প্রশাসন অন্যায় হস্তক্ষেপ করবেন না।
এমনটা বুজা গেলো ১৬ জুন একই টিমের অভিযানে সেগুন বল্লি জব্দের নিউজের পর। লাগাতার অভিযানের অংশ হিসেবে ১৭ জুন সদর রেঞ্জ অফিসার আবুল খায়ের এলাহীর নেতৃত্বে একই টিম গভীর রাতে
বিশেষ টহল বাহিনী লামা কেয়াজুপাড়া লামা- সুয়ালক সড়কের নন্দীর বিল এলাকা হতে ডাম্পারগাড়ীসহ সেগুন গোলকাঠ জব্দ করেন।
ট্রানজিট আইন অমান্য করে অবৈধ পরিবহনকালে এসব কাঠ জব্দ করা হয়। জব্দকৃত সেগুন গোলকাঠের পরিমান আনুমানিক শত ঘনফুট বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত বনজদ্রব্য গাড়ীসহ লামা সদর রেঞ্জ অফিস আনা হয়েছে।
জানাগেছে, এতদবিষয়ে বন আইনে মামলা হয়েছে। অনেকের প্রশ্ন থেকে বুজা যায়, বন বিভাগ শুধু সংরক্ষিত বন রক্ষার দায়িত্ব পালন করবেন।
আসলেই শুধু তা কিন্তু নই। সরকারি সংরক্ষিত বন রক্ষা, বাগান সৃজন, বন ও পরিবেশ জীব বৈচিত্র্য রক্ষায়, বন উন্নয়ন ব্যবস্থপনায় বন বিভাগ একটি সরকারি নীতিমালা অনুস্মরণ ও পালনের চেষ্টা করছেন এবং করতে বাধ্য।
ব্যক্তি মালিকানা জোতের পরিপূর্ণ একটি গাছ কর্তন, বাজারজাতে বন বিভাগ সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত। কিন্তু সরকারের বিধিবদ্ধকরণ আইনের প্রতি খামখেয়ালি মেজাজে কেউ নিজের গাছও কেটে পরিহবন বাজারজাত করতে পারবেন না।
এটা বন বিভাগের করা আইন নই, রাষ্ট্রের আইন।
সুতরাং আমাদের সৃজিত যত্নে করা গাছ বাগান আমরা কাটবো, বিক্রি করে আর্থিক সমস্য সমাধান করবো এটা আমাদের যেমন অধিকার, তেমনি আইন মানাও আমাদের নাগরিক দায়িত্ব।