লামা বন বিভাগ অভিযান চালিয়ে ডাম্পার ভর্তি সেগুন গাছের বল্লি জব্দ করেছেন।
১৬ জুন সদর রেঞ্জ অফিসার মোঃ আবুল খায়ের এলাহী বিশেষ অভিযানে নেতৃত্ব দিয়ে এসব বনজদ্রব্য আটক করেন বলে সূত্রে জানা যায়।
দুপুর আড়াইটার দিকে লামা বন বিভাগের বিশেষ টহল বাহিনী লামা- চকরিয়া সড়কের মিরিঞ্জা এলাকা থেকে একটি ডাম্পার গাড়িসহ গাছগুলো উদ্ধার করেন।
উদ্ধারকৃত গাছের পরিমান প্রায় একশ সেগুন বল্লী। জব্দকৃত বনজদ্রব্য লামা রেঞ্জ অফিসে আনা হয়েছে। মামলার প্রস্তুতী চলছে বলে জানা যায়।