
ধামরাই প্রতিনিধি :
শনিবার (১৫ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাত্তর কনফারেন্স হল রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরাফাত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার সদ্য বিদায়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর রিফাত আরা, দৈনিক খোলা কাগজের ধামরাই প্রতিনিধি রাজিউল হাসান পলাশ, সাংবাদিক সৈকত হোসেন, অত্র প্রতিষ্ঠানের স্টাফ মিজানুর রহমান এবং হাসপাতালের নার্স ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিএইচসিপিবৃন্দ।
এসময় বক্তারা বক্তব্য দেওয়ার সময় তারা আবেগে তাদের চোখের পানি ছেরে দেয়। এছাড়াও হাসপাতালের স্টাফরা প্রায় সকলেই তাদের অনুভূতি প্রকাশপূর্বক বক্তব্য প্রদান করেন।
ডা. নুর রিফাত আরা বিদায়ী বক্তব্যে বলেন, ধামরাইয়ের মানুষ খুবই আন্তরিক, আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরো ভালো। ফলে সকলকে সঙ্গে নিয়ে দীর্ঘ সারে চার বছর সুন্দর ভাবে কাজ করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে আমাকে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, ধামরাইয়ের মাটি ও মানুষ আমার অন্তরে সারা জীবন থেকে যাবে।