
মোঃসৈয়দ আলম। লামা উপজেলা প্রতিনিধি।
লামা বন বিভাগের তৈন রেঞ্জে রিজার্ভের গাছসহ চোর আটক করেছে বনকর্মীরা। স্থানীয় সূত্রে প্রকাশ, ১৩ জুন বৃহস্পতিবার দুপুরে মাহবুব নামের একজনকে রিজার্ভের গামার কাঠসহ আটক করে তৈন রেঞ্জে আটক রেখে মামলার প্রস্তুতী নিচ্ছেন কর্তৃপক্ষ। তবে এতদবিষয়ে জানতে তৈন রেঞ্জ কর্মকর্তাকে মুঠো ফোনে কল করা, রিসিভ না করায় এই কর্মকর্তার বক্তব্য নেয়া যায়নি।
স্থানীয়রা জানায়, লামা কেন্দ্রিক দু’তিন জনের একটি চক্র বিভিন্ন সময়ে রিজার্ভের গাছ চুরি করে। এই ঘটনায় কিছুদিন আগে ওই রেঞ্জের ২ জন কর্মকর্তার বিরুদ্ধে ঊধ্বর্তন কর্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা গ্রহনপূর্বক সাময়িক বরখাস্ত করেন।
স্থানীয় জোত মালিকরা জানান, উক্ত ঘটনাকে কেন্দ্র করে লামা বন বিভাগ ফ্রি জোত পারমিটের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখেছে। যার ফলে আর্থিক সংকট নিরসনে হিমশিম এর পাশাপাশি বাগান উদ্যােক্তরা বনায়নে আগ্রহ হারাচ্ছে।
জানাযায়, ধৃত গাছ চোরকে ছাড়িয়ে নিতে বর্তমানে জোর লবিং চললেও বন কর্তৃপক্ষ অনড় রয়েছে।