
মোঃসৈয়দ আলম। উপজেলা প্রতিনিধি।
বান্দরবানে দুই উপজেলার ব্যাংক ডাকাতি ও আইনশৃঙ্খলা-বাহিনীর অস্ত্র লুটের মামলায় বিভিন্ন সময় গ্রেফতার হওয়া কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ৩০ জন সদস্যকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১১ই জুন) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় বান্দরবান জেলা কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
কারাগার সূত্রে জানা যায় রুমা এবং থানচিতে ব্যাংক ডাকাতি অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় বান্দরবান কারাগারে আটক কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ৩০ সদস্যকে চট্টগ্রাম বিভাগীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে,এদের মধ্যে ১৫ জন নারী ও ১৫ জন পুরুষ সদস্য রয়েছে।
এ বিষয়ে বান্দরবান জেল সুপার জান্নাতুল ফরহাদ সাংবাদিকদের বলেন, কারাগারে স্থান সংকুলান না হওয়ার কারণে কেএনএফের ৩০ আসামিকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে, তাদের আদালতের হাজিরা থাকলে নিয়ে আসা হবে অথবা ভার্চুয়ালী হাজিরা নেয়া হবে।
গত ২ই এবং ৩ই এপ্রিল জেলার রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ), এর পর থেকে কেএনএফ এর সদস্যদের ধরতে শুরু হয় যৌথ অভিযান।
উল্লেখ্য যে এই পর্যন্ত সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ অভিযানে কেএনএফের ৯৪ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে আইনশৃঙ্খলা-বাহিনী।