লামায় বন্য হাতির তাণ্ডবে তছনছ বসতঘর,অল্পের জন্য রক্ষা পেলেন স্বামী স্ত্রী ও তাদের অবুঝ সন্তান। বন্য হাতির আক্রমণে ভেঙে গেছে ঘর। ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে এক ভুক্তভোগী পরিবার।
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী ৬নং ওয়ার্ডে বন্য হাতির দল তাণ্ডব চালিয়েছে। সোমবার (১০ জুন২০২৪ইং) ভোর আনুমানিক ৩টার সময় ১ টি ঘর গুঁড়িয়ে দিয়েছে। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারটি খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিন যাবৎ বন্য হাতির দল ডুলাহাজারা সাফারি পার্কের সীমান্ত অঞ্চলে অবস্থান করছে। সন্ধ্যা হলেই নেমে আসে লোকালয়ে। বন্য হাতির ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আছেন সীমান্তবর্তী মানুষেরা। না পারছে তাদের ফসল রক্ষা করতে, না পারছে তাদের ঘরবাড়ি রক্ষা করতে। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে মশাল জ্বালিয়ে ফসল ও বাড়ি ঘর রক্ষার চেষ্টা করছেন তাঁরা। কিন্তু বন্য হাতির আক্রমণের সামনে দাঁড়াতে পারছেন না।
ক্ষতিগ্রস্ত করিম বলেন, ‘রাতে হঠাৎ বন্য হাতির একটি দল আমার বাড়িতে প্রবেশ করে। হাতিগুলো আমার বসত ঘরের খুঁটি, বেড়া, ভেঙে তছনছ করে ফেলে। ঘরে থাকা হাঁড়ি-পাতিল, জামা-কাপড়সহ যাবতীয় আসবাবপত্র পিসে নষ্ট করে। তখন ঘরবাড়ি ফেলে স্ত্রী ও সন্তান জীবন বাঁচাতে পালিয়ে যাই আমরা। প্রায় দেড় ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে হাতির দল। শুধু তাই নয়, ঘরে রাখা চাল ও ধান নষ্ট করেছে। বর্তমানে আমাদের মাথা গোঁজার জায়গাটুকু নেই।
’এই মুহূর্তে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।