গত ৯ জুন কালামপুর বাজার হতে জিসান নামের (৭)একজন শিশু হারিয়ে যায়। অ৷ নেক খোঁজাখুজির পরে তাকে না পাওয়ায় মাইকে এলাউন্স করা হয় এবং থানায় এবং র্যাব অফিসে জিডি করেন জিসানের বাবা। পরের দিন ১০ জুন বেলা আনুমানিক ১২টার দিকে কালামপুর বাজার কবরস্থানের পাশের ভিটায় একটি শিশুর নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। সাথে সাথে এলাকাবাসী থানা এবং র্যাব অফিসে খবর দেয়। ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে এসে জিশানের মরদেহ উদ্ধার করেন। পরে মরদহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। এদিকে RAB 4 এর একটি চৌকস দল অভিযান অব্যাহত রাখে। পরে ১১ জুন এই মামলার মূল আসামি আল আমিন(২২)কে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আলামিন বলেন সেই দিন জিসানকে রাস্তায় খেলা করতে দেখে তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে যায় সেখানে নিয়ে জিসান কে জোরপূর্বক বলাৎকার করেন পরে জিসানের পরনে থাকা প্যান্টের রশি দিয়ে জিশানের গলায় পেচিয়ে মৃত্যু নিশ্চিত করেন এবং জিসানের গলায় থাকা রুপার চেইন নিয়ে যায়। গ্রেফতারকৃত আল আমিন সে মূলত চুরি করে মাঝেমধ্যে ডাকাতি ছিনতাইয়ের সাথে জড়িত হয় বলে তিনি স্বীকার করেন।আলামিন ৫/৬ মাস পূর্বেও চুরি মামলায় জেল খেটে আসে।