• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, August 8, 2025
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

টাঙ্গাইলে পরিবেশের ছাড়পত্র ছাড়াই চলছে গ্রীণ অয়েল তৈরির কারখানা।

by আজবেলা
May 20, 2024
in নিউজ ডেস্ক
0
টাঙ্গাইলে পরিবেশের ছাড়পত্র ছাড়াই চলছে গ্রীণ অয়েল তৈরির কারখানা।
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ

টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ব্যতিত আবাসিক এলাকায় নির্মিত কারখানায় তৈরি হচ্ছে গ্রীণ অয়েল। গ্রীণ অয়েল তৈরির মারাত্মক ধোঁয়ায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এলাকায় বসবাসকারীরা। দাহ্য ওই পদার্থ তৈরিতে কাঠ পোড়ানোসহ কারখানায় কর্মরত শ্রমিকদের নিরাপত্তায় ব্যবহার হচ্ছেনা বিশেষ কোন পোশাক। এতে চরম ঝুঁকিতে রয়েছেন কর্মরত শ্রমিকরাও।

শ্বাস প্রশ্বাসের জটিলতাসহ গ্রীণ অয়েল তৈরির ধোঁয়ার দূর্গন্ধে নানা ধরণের সমস্যা দেখা দিয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা। দ্রত কারখানাটি বন্ধ অথবা অন্যত্র সরিয়ে নিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বররিয়া এলাকায় নির্মিত হয়েছে মা বাবার দোয়া গ্রীণ অয়েল নামের ওই কারখানাটি।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বররিয়া এলাকার শলী মন্ডল ও লিটন নামের দুই ব্যক্তির মালিকাধীন প্রায় ২০ শতাংশ জমি ভাড়া নিয়ে উপজেলার গালা ইউনিয়নের বার্থা গ্রামের আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ী মা বাবার দোয়া গ্রীণ অয়েল কারখানাটি নির্মাণ করেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে চলছে ওই কারখানায় উৎপাদন কার্যক্রম।

সরেজমিন দেখা গেছে, ঘনবসতিপূর্ণ এলাকা বররিয়া গ্রাম। চারপাশ জুড়ে মানুষের বসবাস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানাটির চারপাশে খেলা করছে ছোট্ট ছোট্ট শিশু।

এ সময় দেখা গেছে, নির্মিত গ্রীণ অয়েল কারখানার গেইটে নেই কোন সাইন বোর্ড। তবে কারখানায় কর্মরত রয়েছেন ১০/১২ জন শ্রমিক। দিনরাত চলছে কারখানায় গ্রীণ অয়েল উৎপাদনের কাজ। ওই গ্রীণ অয়েল তৈরিতে জ্বালানী হিসেবে ব্যবহার হচ্ছে বনের কাঠ। দাহ্য ওই পদার্থ উৎপাদনে সম্পৃক্ত শ্রমিকরাও নিরাপত্তায় ব্যবহার করছেননা বিশেষ কোন পোশাক। কারখানায় কর্মরত শ্রমিকদের নেই স্বাস্থ্য সনদ।

কারখানায় কর্মরতরা জানায়, ক্রুট ও ক্রাইস (ডিজেলের গাদ) পরিশোধন করে তৈরি করা হচ্ছে ওই গ্রীণ অয়েল। পাকা সড়ক নির্মাণে ব্যবহৃত হচ্ছে উৎপাদিত ওই গ্রীণ অয়েল। ৪০/৪৫ টাকা দরে এর প্রতি লিটার বিক্রি হচ্ছে। সপ্তাহে প্রায় ৪/৫ হাজার লিটার গ্রীণ অয়েল উৎপাদন হচ্ছে কারখানাটিতে বলেও জানান তারা।

স্থানীয় সুধীজনদের অভিযোগ, নীতিমালা অমান্য করে এই আবাসিক এলাকায় নির্মাণ করা হয়েছে বিষাক্ত পদার্থ তৈরির কারখানাটি। কারখানা থেকে নির্গত ধোঁয়ায় এলাকার পরিবেশ নষ্ট হওয়াসহ মারাত্মকভাবে বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। জনবসতিহীন এলাকায় এ ধরণের কারখানা তৈরির বিধান থাকলেও আবাসিক এলাকার কারখানাটি পেল বিভিন্ন দফতরের সনদ ? কারখানাটির সনদ প্রাপ্তিতে সনদদাতা প্রতিষ্ঠানগুলো কারখানা তৈরির স্থান পরিদর্শন করেছেন কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। দ্রত কারখানাটি বন্ধ অথবা অন্যত্র সরিয়ে নিতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বররিয়া গ্রামের বাসিন্দা রহিজ উদ্দিন বলেন, তেল বিক্রি করার কথা বলে জমিটি ভাড়া নিয়েছিল বার্থা গ্রামের আনোয়ার। এখন এখানেই তেল উৎপাদন শুরু করেছে। কারখানায় উৎপাদিত তেলের গন্ধে এলাকা বসবাসের অযোগ্য হয়ে পরেছে। এতে চরম কষ্ট ভোগ করছে এলাকাবাসি। আবাসিক এলাকায় কারখানাটি নির্মাণ করা ঠিক হয়নি বলে দাবি করেছেন তিনি।

স্থানীয় বাবুল মিয়া বলেন, বার্থা গ্রামের আনোয়ার কারখানাটি নির্মাণ করেছেন। স্থানীয়দের কাছে গোপন রেখে কারখানাটি নির্মাণ করা হয়েছে। গাদ পুড়িয়ে তেল বানানো হচ্ছে কারখানাটিতে। গাদ পোড়ানোর পঁচা গন্ধে এলাকায় থাকা কষ্টকর হয়ে উঠেছে বলে জানান তিনি।

সাবেক ইউপি সদস্য ও বররিয়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সৈয়দ শাহীন বলেন, কারখানাটি নির্মাণের বিষয়ে আমরা অবগত ছিলাম না। কারখানা থেকে নির্গত ধোঁয়ার গন্ধে বসবাসের অযোগ্য হয়ে পরেছে এই এলাকা। বসবাসকারিরা রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। কারখানার দূর্গন্ধে ঠিক মত খাওয়া দাওয়া করতে পারছেনা স্থানীয়রা। শিশু, মহিলাসহ বৃদ্ধরা রয়েছে হাঁপানীর মত স্বাস্থ্য ঝুঁকিতে। কারখানাটির বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবর এলাকার সকল মানুষ মিলে একটি দরখাস্ত দেয়ার উদ্যোগ নিচ্ছে।

জমি মালিক শলী মন্ডল বলেন, আমার জমিটি পাঁচ বছরের নামে ভাড়া নিয়েছে বার্থা গ্রামের আনোয়ার। এখানে কিসের কারখানা নির্মাণ করা হবে সেটিও তাকে জানানো হয়নি। তবে ভাড়া দেয়ার চুক্তিনামা দলিলে পরিবেশ নষ্টের মত কিছু অথবা অবৈধ কিছু নির্মাণ করা হলে, জমির মালিক যে কোন সময় চুক্তিনামা দলিল বাতিল করতে পারবে বলে উল্লেখ করা আছে।

কারখানায় অপারেটর পদে কর্মরত আখতার হোসেন বলেন, জ্বালানী তেল তৈরি করা হচ্ছে কারখানায়। এটি মুলত পরিশোধন কারখানা। বিশেষ পোশাক বা স্বাস্থ্য সনদ আছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে, আছে বলে বক্তব্য শেষ করেন তিনি।

 

কারখানার ম্যানেজার আনিস বলেন, ডিজেলের গাদ ( ক্রুট ও ক্রাইস) চট্টগ্রাম থেকে এনে এই কারখানায় পরিশোধন করে গ্রীণ অয়েল তৈরি করা হচ্ছে। এই অয়েল সড়ক নির্মাণে কার্পেটিং এর কাজে ব্যবহার করা হয়। পরিবেশের ছাড়পত্রের জন্য টাকা জমা দেয়া হয়েছে। এ ছাড়া কারখানা পরিচালনার শিল্প সনদ, ভ্যাট লাইসেন্স, কলকারখানা সনদ, ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ জেলাপ্রশাসকের এনওসি নেয়া হয়েছে। তিনি আরও বলেন, কারখানার নির্গত ধোঁয়ায় যেটুকু দুর্গন্ধ বের হচ্ছে, সেটি নিরসনে ইন্ডিয়া থেকে একটি কেমিক্যাল আনার ব্যবস্থা করা হচ্ছে।

মা বাবার দোয়া গ্রীণ অয়েল কারখানার ম্যানেজার মো. আনিছুর রহমান জানান, আমরা কাগজ পত্র করতে দিছি, কাগজপত্র ঠিক হতে একটু সময় লাগবে।

২ নং ওয়ার্ড বররিয়ার ইউপি সদস্য রফিকুল ইসলাম রতন বলেন, কারখানার দূর্গন্ধে বসবাস করার অযোগ্য হয়ে উঠেছে এই এলাকা। এলাকাবাসিকে নিয়ে দ্রতই কারখানাটি বন্ধের পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

পরিবেশবিদ সোমনাথ লাহেড়ী বলেন, জ্বালানী উৎপাদনে নিয়োজিত কারখানা গুলো আবাসিক এলাকায় নির্মাণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ ধরণের কারখানার নির্গত বিষাক্ত ধোঁয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এতে গাছপালার পাতা পঁচে যাওয়াসহ ফসল ও ফলমূল উৎপাদন কবে যাবে। এছাড়াও মানবদেহে নানা ধরণের রোগে আক্রান্ত হবে। বিশেষ করে শিশু, মহিলাসহ বৃদ্ধ জনগোষ্ঠী হাঁপানী, ক্যান্সারসহ নানা ধরণের রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে।

টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক জমির উদ্দিন বলেন, আবাসিক এলাকায় জ্বালানী কারখানা নির্মাণের নিয়ম নেই। এছাড়াও মা বাবার দোয়া গ্রীণ অয়েল কারখানাটি নির্মাণ প্রসঙ্গে আমি অবগত নই। সরেজমিন পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টাঙ্গাইল কল কারখানার উপ মহাপরিদর্শক মহর আলী বলেন, কারখানাটি পরিদর্শন করা হবে। নিয়মের ব্যত্যয় পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হাসান- বিন- মুহাম্মদ আলী জানান, গ্রীণ ওয়েল কারখানার বিষয়ে তিনি অবগত নন। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

আজবেলা

আজবেলা

Next Post
মাধবপুরে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক পেলেন প্রার্থীরা।

মাধবপুরে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক পেলেন প্রার্থীরা।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নড়াইলের কালিয়া প্রেসক্লাবের সভাপতির দাফন সম্পন্ন।

নড়াইলের কালিয়া প্রেসক্লাবের সভাপতির দাফন সম্পন্ন।

1 year ago
তীব্র তাপদাহে কোটচাঁদপুরের কৃষকেরা বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত ।

তীব্র তাপদাহে কোটচাঁদপুরের কৃষকেরা বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত ।

1 year ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In