
সাব্বির আকাশঃ
বীজের আপৎকালীন মজুত কর্মসূচীর আওতায় হবিগঞ্জ ও ব্রাহ্মনবাড়ীয়া জেলার
বিএডিসির চুক্তিবদ্ধ বীজ ঊৎপাদনকারী ৩০জন চাষীকে ধানবীজ ফসল উৎপাদন
কলাকৌশল বিষয়ক এক দিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে ।
শনিবার মাধবপুর উপজেলার বিএডিসি ইটাখোলা খামার মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কর্মসূচী পরিচালক ঢাকা ড.মোঃ মোজাফফর হোসেন , উপপরিচালক (বীপ্র) ড.মোহাম্মদ সোলায়মান তালুকদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মামুনুর রশীদ, সিনিয়র সহকারী পরিচালক মোঃ মাহবুব ইকবাল ও হবিগঞ্জ জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা । ড. মোহাম্মদ সোলায়মান তালুকদার জানান বিএডিসির চুক্তিবদ্ধ চাষীদের মাধ্যমে গুনগত মানসম্পন্ন ভিত্তি, প্রত্যায়িত ও মানঘোষিত শ্রেণীর বীজ উৎপাদন, উৎপাদিত বীজ চাষীদের কাছ থেকে সংগ্রহ প্রকৃয়াজাত কেন্দ্রে সংরক্ষণের জন্য প্রেরণ ও গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদন কাজে সকল প্রকার কলাকৌশল বিষয়ে বীজ উৎপাদনকারী চাষীদেরকে প্রশিক্ষন দেয়া হয়েছে।