
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নে শিমুলিয়া মা মনসা মন্দিরে মতুয়া উৎসব হয়েছে।শুক্রবার দিনব্যাপ্পি এই মতুয়া মেলার সভাপতিত্ব আয়োজক কমিটির সভাপতি বাবু দীলিপ বিশ্বাস। আয়োজক কমিটির সদস্য ও যুবলীগ নেতা পিষস বিশ্বাস।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাপস বিশ্বাস, সুসেন সরকার বিপুল বিশ্বাস প্রমুখ ।
। উৎসব মুখর পরিবেশে কাজলা নদীর তীরে অবস্থিত এই মনসা মন্দির প্রাঙ্গন জয়, ডাক, শঙ্কের ধ্বনিতে উৎববে পরিনত হয়।
জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২৫ টি ও অধিক মতুয়া দলের আগত মতুয়াদের আগমন ছিল দর্শনীয়। এই মতুয়া উৎসব ঘিয়ে গ্রামীন মেলা বসে। মেলায় বাহারি দোকানী, নাগর-দৌলাসহ শিশু কিশোরদের মন আকর্ষণ করা বিভিন্ন দোকানি পসরা সাজিয়ে বসে।জেলার গন্ডি পার করে পার্শ্ববর্তী জেলা যশোর, মাগুরা, খুলনা জেলা থেকে মতুয়া ধর্ম প্রান ভক্তদের আগমন ঘটে। বিশাল এই মতুয়া সম্মেলন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক লেয়ান বিশ্বাস।