
আয়নাল হক রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে নতুন মার্কেট-চকবাজারের সোলার প্যানেলের বিদুৎ সংযোগসহ চতুর্থ তলা ভবনের শুভ উদ্বোধন করেন ২৮ কুড়িগ্রাম ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. বিপ্লব হাসান পলাশ এমপি মহোদয়। বৃহস্পতিবার দুপুরের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী বাজারের চাঊল হাটি এলাকায় এই ভবনের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, উপজেলা প্রকৌশলী মুনজুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছউদ্দিন, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শামসুল দোহা, সাংবাদিকসহ সকল নেতৃবৃন্দ।
উদ্বোধনের সময় মাননীয় সংসদ সদস্য এ্যাড. বিপ্লব হাসান পলাশ বলেন, ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে এই ভবন নির্মাণ করা হয়েছে। এখানে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং তারা বৃষ্টি বাদলের সময়েও সুন্দর ভাবে বেচা কেনা করে জীবিকা নির্বাহ করতে পারবেন ব্যবসায়িরা।