
মাদারীপুর প্রতিনিধিঃ
উৎসব মুখর পরিবেশের মধ্যেদিয়ে মাদারীপুরের ডাসার উপজেলার গৌরবান্বিত শিক্ষা প্রতিষ্ঠান শশিকর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ মে বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজামান সোহাগ নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন।
দুটি প্যানেলে এ বিভক্ত হয়ে ৮ জন পুরুষ ও ২ জন নারী প্রার্থী সহ ১০ প্রার্থী নির্বাচন করেন।
এতে সাবেক চেয়ারম্যান বিভূতি ভূষণ বাড়ৈ এর প্যানেল সমর্থন ১.অনাদি রঞ্জন বিশ্বাস ২. প্রদীপ কুমার রায় ৩.সহদেব বালা ৪. রত্না রায় এবং বর্তমান ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার এর
প্যানেল সমর্থন ৫.সুজন ঢালী অভিবাবক সদস্য নির্বাচিত হন।
জানা যায়, বর্তমান শশিকর উচ্চ বিদ্যালয়টি ১৯২৩ সালে শশিকর মধ্য ইংরেজি বিদ্যালয় নামে স্থাপিত হলে পরর্বতীতে ১৯৪৩ সালে শশিকর উচ্চ বিদ্যালয় নাম করন করা হয়।
বিদ্যালয়টি প্রতিষ্ঠা থেকেই শিক্ষা ক্ষেত্রে অনেক গৌরব অর্জন করতে সক্ষম হয়। এ প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন কমিশন মোঃ আশরাফুজামান ভোট গ্রহণ ভোট গননা শেষ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।