পটুয়াখালীর বাউফলে আচরণ বিধি লঙ্ঘন করে সরকারি কলেজে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬মে) দুপুর ১২ টার দিকে কলেজে শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে উড়োজাহাজ প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আনিছুর রহমান সমর্থকদের নিয়ে প্রচারণা চালায়।
পরবর্তীতে তাকে এবিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, যেখানে ভোটার থাকবে সেখানে প্রার্থী যেতেই পারেন। আচরণ বিধি লঙ্ঘন হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি ভোট চাইনি, সালাম বিনিময় করেছি।
এ বিষয়ে বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার তালুকদার কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
বাউফল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, শিক্ষকদের একটা অনুষ্ঠানে সে আমার বড় ভাই হিসেবে এসেছিলেন। ভোট চাইতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা তার ব্যাপার, আমি বলতে পারবো না।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণা'র শুরু থেকেই ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আনিছুর রহমান আচরণ বিধি লঙ্ঘন করে আলোচনায় ছিলেন। পোস্টার ও লিফলেটে দশম জাতীয় সংসদের চীফ হুইপ এর এপিএস পরিচয় ব্যবহার করে তিনি ব্যাপক সমালোচিত হন এবং ধর্মীয় অনুষ্ঠানে প্রচারণা চালানোর অপরাধে নির্বাচন কমিশন তাকে শোকজও করেছিলেন।