
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
দীর্ঘদিন প্রধান শিক্ষকতার দায়িত্ব থেকে অবসর নিলেন নীলফামারী সদরে চাদের হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক গোলাম রব্বানী।
(১৫-৫-২৪) বুধবার সকাল ১০ ঘটিকায় হাট বিদ্যালয় মাঠে বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপঃ ছিলেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপঃ ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আইবুল ইসলাম। সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অবিভাবক উপঃ ছিলেন।
আলোচনা সভায় বক্তরা প্রতিষ্ঠিতা প্রধান শিক্ষক গোলাম রব্বানীর বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। এছাড়া তারা আরও বলেন বিদ্যালয়ের সুনাম যেভাবে তিনি অর্জন করেছিলো তা ছিল অসীম।
সেই সাথে চাদের হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয় অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান কে।
দায়িত্ব পাওয়ায় তিনি বলেন, বিদ্যালয়ের সুনাম বজায় রাখবো।
বিদায় অনুষ্ঠান ও আলোচনা সভার শেষে সম্মাননা পুরষ্কার প্রদান করেন চাদের হাট ডিগ্রি কলেজের অধ্যাক্ষ মোঃ শহিদুল ইসলাম, চাদের হাট এম এ কামিল মাদ্রাসার অধ্যাক্ষ মোঃ ঈসমাইল হোসেন,সহ বিশমুড়ী চাদের হাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হক, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা।