
বগুড়া জেলা প্রতিনিধি –
বগুড়ার ধুনটে বার্মিজ চাকু ও মাদকসহ মাহমুদুল হাসান ওরফে মিলন নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (১২ই মে) রাত ৯টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের ধামাচামা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত ইসাহাক আলীর ছেলে এবং ওই ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি ও নিমগাছি ইউনিয়নের পরিষদের সাবেক সদস্য।
থানা সুত্রে জানা গেছে, আটকের দিন রাতে নিমগাছি ইউনিয়নের সোনাহাটা এলাকায় মোটরসাইকেল যোগে গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার এবং বিশেষ অভিযান পরিচালনা করছিলো থানা পুলিশের একটি দল।
এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে , ধামাচামা গ্রামের মাহমুদুল হাসান ওরফে মিলন তার বসতবাড়ীর ভিতর আঙ্গিনায় ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজ হেফাজতে রেখে মাদক সেবীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তখন রাত ৯ টায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসময় তার কাছে থাকা ২০ পিচ গোলাপী রংয়ের নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১টি বার্মিজ চাকু জব্দ করে পুলিশ।
এদিকে, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদক) ও বার্মিজ টিপ চাকুসহ মাহমুদুল হাসান ওরফে মিলনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অস্ত্র আইনের ধারায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।