প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৪, ১২:৪০ পি.এম
নীলফামারীতে রাতের অন্ধকারে রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে নুরুন্নবীর বিরুদ্ধে

নীলফামারীর প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে রাতের অন্ধকারে রাস্তার দুটি গাছ কাটার অভিযোগ উঠেছে নুরুন্নবীর বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নে ভেরভেরী হয়ে পুটিমারী তমালতলা চন্ডী বাজার হাজিরহাট দিয়ে কিশোরগঞ্জ যাওয়া সড়কের দুটি গাছ ভেরভেরী হাজীরহাট এলাকার মৃত নেনদা মামুদের ছেলে নুরুন্নবী রাতের অন্ধকারে তার লোকজনকে নিয়ে কাটছে। এসময় বাজারে স্থানী ব্যবসায়ী আব্দুল আলিম দেখতে পেলে সে তাদেরকে বাঁধা প্রদান করে কিন্তু তারা তাকে উল্টো সেখান থেকে চলে যেতে বললে, তিনি স্থানীয় আরো দুজনকে জানায়। স্থানীয় নিয়াজ মোর্শেদ ও নজরুল ইসলাম তারাও এসে দেখতে পায় তারা গাছ কাটতেছে। পরে সকলের পরামর্শক্রমে ২মে উপজেলা ভূমি অফিসে এবং কিশোরগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।
এ বিষয়ে মামলার বাদী বলেন, গোপনে রাতের অন্ধকারে সরকারি রাস্তার গাছ কাটা কি ঠিক। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।
অপরদিকে নুরুন্নবী বলেন, আমি গাছ কাটি নাই। লোকজন গাছটিকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমি বনায়নের সভাপতি তাই গাছ আমার বাড়ি নিয়ে এসে জমা রাখি। পরে বন বিভাগের লোকজন এসে গাছ দুটি নিয়ে যায়।
স্থানীয় সচেতনমহল বলেন, সরকারি কোন দরপত্র ছাড়াই রাতের আধারে গাছ কাটা এই নুরুন্নবীর কঠিন শাস্তি হউক, যাতে করে আর কেউ সরকারি গাছ কাটতে সাহস না পায় এজন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট তারা জোর দাবী করেন।
Copyright © 2025 আজবেলা. All rights reserved.