
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
রোববার (১২মে) দিবাগত রাত ১২টার পরে (১৩ মে) নীলফামারী পৌর শহরের কুখাপাড়া তিস্তা সেচ ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অটো রিকশা চালককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নীলফামারী জেনারেল হসপিটালে ভর্তি করে নীলফামারী থানা পুলিশ৷
নিহত অটো রিকশা সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই ময়দানের পাড় এলাকার মৃত. আবু বক্কর সিদ্দিকের ছেলে সাপিনুর রহমান৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবেশে অটোরিকশায় ওঠে দুর্বৃত্তরা। এরপর জনশূন্য রাস্তায় নিয়ে গিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এ সময় চালক সাপিনুর তাদের বাধা দেয়। পরে চালককে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে গলা কেটে তার ইজিবাইকটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার গোঙানির শব্দে আশেপাশের লোকজন টের পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ আহত সাপিনুরকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত দেড়টার দিকে মারা যান তিনি।
নীলফামারী থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।