
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে নির্বাচনী প্রচার-প্রচারণায় জমে উঠেছে নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন। আগামী ২১মে অনুষ্ঠিত হবে ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে প্রতীক বরাদ্দের পর-পরই নির্বাচনী প্রচারে নেমেছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ। পোস্টার টানানোর পাশাপাশি চলছে প্রচার-প্রচারণা। সদর উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদের মধ্যে রয়েছেন উপজেলা চেয়ারম্যান পদে
চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৭ বার নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া ( আনারস প্রতীকে) এবং নড়াইল জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান ( ঘোড়া প্রতীকে) এবং মিলন মল্লিক( দোয়াত কলম) প্রতীকে। অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে মোঃ সোহেল সরদার ( তৌহিদুল) ( টিউবওয়েল) প্রতীকে, মিলন মল্লিক ( এবং মোঃ ময়নুল ইসলাম( বাবু)( তালা) প্রতীকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।মহিলা ভাইস চেয়ারম্যান সুন্দরী বালা বাগচি( কলস প্রতীকে) এবং:নাজনীন সুলতানা রোজী (ফুটবল প্রতীক)। সকল প্রার্থী নির্বাচনী আচারণ বিধি মেনে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে।গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে দেখা গেছে প্রার্থীদের। পোষ্টাল ব্যানারে ছেয়ে গেছে নড়াইল পৌর এলাকা সহ গ্রামীন জনপদ। ইতি মধ্যে ভোটের আমেজ শুরু হয়েছে ভোটারদের মনে। এখনও পর্যন্ত তেমন কোন নির্বাচনী প্রচারণায় অপ্রীতিকর ঘঠনা গঠেনি। স্থানীয় সকল ভোটারদের দাবি একটি সুষ্ঠু,অবাদ, সুন্দর, নিরপেক্ষ ভোট।