
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।শুক্রবার সন্ধ্যায় উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
চাকুলিয়া গ্রামের মেম্বর মোস্তের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে আহত মাসুম শেখ। মাসুমের বাড়ি একই ইউনিয়নের ফেদি গ্রামে। এ বিষয়ে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
আহত মাসুম জানান, ঘোড়া প্রতীকের চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফানের পোষ্টাল লাগাতে গেলে চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামের মোস্ত মেম্বর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার লাগানো পোষ্টাল ছিড়ে ফেলে তাকে মারপিট করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
নড়াইল সদর থানায় ওসি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।