ময়লায় ঢেকে যাওয়া রংপুরের শ্যামাসুন্দরী খাল পরিচ্ছন্ন করেছে সেচ্ছাসেবী যুব সংগঠন বিডি ক্লিন। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অংশ হিসাবে তাদের এই উদ্যোগ। তারুণ্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। এর মাধ্যমে মানুষ সচেতন না হলে যে কোন শক্ত সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না নগর পিতাসহ প্রশাসন।
শনিবার সকাল ৯টায় রংপুরের শেখ রাসেল স্টেডিয়াম ভরে তারুণ্যের জোয়ারে। গোটা দেশের এক হাজার তরুণের দীপ্ত শপথের জয়ধ্বনীতে অন্যরকম এক আবহ ভেসে ওঠে। সকাল পৌনে দশটায় পরিবেশ বান্ধব স্বাস্থ্যাবান দেশ গড়ার শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জাকির হোসেন। এর আগে কর্মসূচি বাস্তবায়নে রংপুর সিটি করপোরেশনের আয়োজনে তরুণদের জাগ্রত করতে সিটি করপোরেশনের সচিব জয়শ্রী রানীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন সিটি মেয়র মোস্তফাফিজার রহমান মোস্তফা, মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান, পুলিশ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মোছা: উম্মে ফাতিমা, বিডি ক্লিনের সমন্বয়ক জহিরুল ইসলাম রবি।
সিটি মেয়র মোস্তফাফিজার রহমান জানিয়েছেন, শ্যামাসুন্দরী খাল হলেও এর দৈর্ঘ্য ১৬ কিলোমিটার ও গভীরতা ৪০ ফুটের বেশি ছিল। তাপপ্রবাহ থেকে বাঁচতে ও জলাবদ্ধতা নিরসনে খালটি ১৮৯০ সালে খনন করা হয়। নগরীর সিও বাজার এলাকার ঘাঘট নদের উৎসমুখ থেকে শুরু হয়ে খোখসা ঘাঘটের সঙ্গে মিলেছে। মাকড়সা জালের মতো রংপুর নগরীর আষ্টেপৃষ্ঠে রয়েছে এ খাল। বিডি ক্লিনের এই উদ্যোগে শ্যামাসুন্দরী খাল পরিস্কার, সুন্দর ও স্বাস্থ্যসম্মত নগর গড়তে মানুষ সচেতন না হলে শক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে সিটি করপোরেশন।
বিভাগীয় কমিশনার জাকির হোসেন জানিয়েছেন, একটা সময় নদীর মতো স্রোত ও প্রবাহ ছিল। নগরীর সব পানি এই শ্যামা সুন্দরী খালের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তিস্তা নদীতে পতিত হয়েছিল। এক সময়ে খালটির একটা গৌরবময় অতীত ছিল। গোসলের প্রয়োজন হলে মানুষ দৌড়ে গিয়ে লাফ দিত, মন ভরে গোসল করত, মাছ চাষ করে নিজের চাহিদা মেটাত এবং আয়ও করত। তখন পানির রং ছিল চকচকে ও ধবধবে। এখন খালটি ওষুখ তৈরি করার কারখানা হয়েছে। খাল বাঁচাতে সিটি করপোরেশনের যে কোন উদ্যোগের সাথেই থাকবে তার প্রশাসন।
মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান জানিয়েছেন, যোগদানের পর থেকেই রংপুরকে একটি শান্তি ও সু-স্বাস্থ্যের নগরী গড়ার উদ্যোগ কাজ করেছে তার। কিন্তু নানা সীমাবদ্ধতার কারনে পেওে ওঠা যায়নি। শ্যামাসুন্দরীর পূর্ণাঙ্গ রূপ ফেরাতে সব ধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানাবেন।
বিডি ক্লিনের সমন্বয়ক জহিরুল ইসলাম রবি জানিয়েছেন, পরিবেশ বান্ধব স্বাস্থ্যাবান দেশ গড়ার জনসচেতনতা বাড়াতে তারা সামাজিক বিভিন্ন ধরনের কাজ করছেন। দেশের ৬৪ জেলার উৎসাহী ও কর্মঠ তরুণদের নিয়ে তিনি এসেছেন শ্যামাসুন্দরী পরিষ্কার করতে। দিনভর কাজ শেষে রংপুরের মানুষ একটু সচেতন হলেই তাদের কাজের প্রাপ্তি সেখানে।