
নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদের নড়াইল জেলা শাখার বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে। শনিবার ( ১১ মে) সকাল নড়াইল পৌরসভার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়।নড়াইল জেলা কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদের নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ সামিউল আলম জেহাদ। এসময় উপস্থিত ছিলেন নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা ,বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদের মহাসচিব মোঃ সাফায়েত হোসেন,
বি, কে, এর কেন্দ্রীয় কার্ষকারী পরিষদের সদস্য সচিব, সালেহা রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ কিন্ডারগার্ডেন স্কুল ঐক্য পরিষদের নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক ,মোঃ আকরাম খান। এসময় জেলার ৩০ টি স্কুলের ৪৫০ জন শিশু শিক্ষার্থী অংশ পরিক্ষায় অংশ নেন।এর ভিতর ১৪৩ জন শিশুকে বৃত্তি প্রদান করা হয়।