
আয়নাল হক রৌমারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী ৮ ই মে ২০২৪ই রোজ: বুধবার উপজেলা পরিষদ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪ হাজার ৫০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো: শহীদুল ইসলাম শালু মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মুজিবুর রহমান ( বঙ্গবাসী) পেয়েছেন ২৪ হাজার ২৫৩ ভোট।ফলে মো: শহীদুল ইসলাম শালু মিয়া মাত্র ২৫১ ভোটের ব্যবধানে মুজিবুর রহমান বঙ্গবাসীকে পরাজিত করেছেন।
রৌমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ইমদাদুল হক এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণা করার পর মো: শহীদুল ইসলাম শালু বলেন, এ বিজয় আপনাদের। এ বিজয় পুরো রৌমারীবাসীর। আপনারাই আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি যেন আপনাদের ভালোবাসার মূল্য দিতে পারি দোয়া রাখবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো ইমদাদুল হক জানান, রৌমারী উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
ভাইস চেয়ারম্যান হিসাবে বে সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন প্রভাষক মো: শামসুল দোহা ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি ।