নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।
এতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ আব্দুল কুদ্দুস, ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন হাবিবুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোছা: রুনা আক্তার।
বুধবার (৮ মে) রাতে ভোট গণনা পরবর্তী প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরহাদ হাসান আজাদ । এর আগে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী,চেয়ারম্যান পদে আব্দুল কুদ্দুছ বাবুল দোয়াত কলম প্রতীকে ৩২ হাজার 354 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ মোস্তাফিজুর রহমান চয়ন ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৩৭৩ ভোট। এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, শাহিন মিয়া (শাহিন খান) টেলীফোন পেয়েছেন ৮ হাজার ৫৯৮ ভোট। মোঃ ফজলুল হক, আনারস প্রতীকে পেয়েছেন ১৯০ ভোট।আওয়ামীলীগ নেতা মোঃ মাহতাব উদ্দিন, মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩২৫ ভোট। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুজ্জামান খোকন কৈ মাছ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭২১ভোট। শাহ জাহাঙ্গীর কবীর, হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২৯৫ ভোট।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান।।তিনি চশমা প্রতীকে ভোট পেয়েছেন ৪৫৫৩৮ টি ভোট।
উপজেলা পরিষদ নির্বাচনে সর্বোচ্ছ ভোট অর্জন তার। এছাড়াও তার প্রতিদ্বন্দ্বী হিসেবে অলি আহমেদ (তালা মার্কা) পেয়েছেন ১৩৪০৪ ভোট,রমজান আলী ( টিউব অয়েল) পেয়েছেন ১৩৬৫৫ ভোট।
অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসী মার্কায় ৩৫৭২২ ভোটে বিজয়ী হয়েছেন কলমাকান্দা উপজেলার নতুন মুখ মোছা: রুনা আক্তার। তারই নিকটতম প্রতিদ্বন্ধী কুমকুম নখরেক (ফুটবল মার্কা) পেয়েছেন ২৭৮৪৪ ভোট,এবং হাস মার্কায় জাহানারা খানম পেয়েছেন ৯০৬৪ টি ভোট।
মোট ৬৩ টি কেন্দ্রের ২ লাখ ২৫ হাজার ১২৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৬ হাজার ২৭২ ভোটার। বৈধ ভোটের সংখ্যা ৭৩ হাজার ৮৫৬। বাতিল হয়েছে ২ হাজার ৪১৬ ভোট।