
হাজীগঞ্জ প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পৌরসভা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী ঠিকাদার আকবর হোসেন মৃধা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। শনিবার রাতে হাজীগঞ্জ বিসমিল্লাহ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। স্ত্রী ২ মেয়ে ১ ছেলেসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন।
রোববার বেলা ২ টায় হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুর রউফ। মৃত্যুর সংবাদ শুনে ছুটে যান হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুব উল আলম লিপন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মদ মঈনু উদ্দিন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী জসিম উদ্দিন,, আবু সুফিয়ান মজুমদার রানা, আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী ।
জানাযার নামাজে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ শাহারাস্তি বিএনপি’র সমন্বয়ক ইঞ্জিনিয়ার মুমিনুল হক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারীসহ বিএনপি যুবদল ছাত্রদল ও তারঅঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। এছাড়াও হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানাযার নামাজে অংশগ্রহণ করেন।
দাফন শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।