
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ তৃতীয় ধাপে মাদারগঞ্জে অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। সে উপলক্ষে ২ মে ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র দাখিল অনলাইন পদ্ধতিতে হওয়ায় সকল প্রার্থী ও নেতাকর্মীদের উপজেলামুখি হতে হয়নি। তবে বেলা ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় উপজেলা চত্বরে প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯ জন তাদের মধ্যে আকিল আহম্মদ, আতিকুর রহমান লেবু,আব্দুল্লাহ আল আমীন চাঁন, এ,কে,এম ফাহ্ রাবী, জয়নাল আবেদীন আয়না, ফারজানা, ওবায়দুর রহমান বেলাল, মোঃ ফরিদুল ইসলাম, রায়হান রহমতুল্ল্যাহ রিমু। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন মোঃ নূরুল ইসলাম, মোঃ হেলালুর রহমান,মোহাম্মদ আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ ডলি আক্তার ও লাইলী বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৫ মে বাছাই, ৬ – ৮ মে আপিল দায়ের, ৯ মে আপিল নিস্পত্তি, ১২ মে প্রার্থীতা প্রত্যাহার এবং ১৩ মে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হবে। ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।