
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ ফতুল্লা গাবতলী মাজারের মাঠে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে ইসতিসকার নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন স্থানীয়রা।
নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। বুধবার (০১ মে ) জোহরের নামাজের পরে ফতুল্লা উপজেলার গাবতলী মাজারের মাঠে খোলা আকাশের নিচে এ নামাজের আয়োজন করেন (মারকাযুল বালাগ আলইসলামী) ইসলামিক সংগঠন।
ইসতিসকার নামাজে উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার কামরুল ইসলাম আরো উপস্থিত ছিলেন বায়তুল মুকাদ্দাস কেন্দ্রীয় জামে মসজিদের সকল কমিটি ও শত শত মুসল্লী।
এর আগে জায়নামাজ নিয়ে মাঠে সমবেত হন মুসল্লিরা। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাদ্দাস কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাসদুকুর রহমান আল ফরিদী ।
আয়োজকরা জানান, দীর্ঘ দিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশু-পাখি ও গাছপালাসহ সবাই খুব কষ্টে আছে। এজন্য তারা বৃষ্টির জন্য নামাজ পড়েছেন।
তারা আরও বলেন, এ অঞ্চলে বৃষ্টি হচ্ছে না। এ কারণে নদী-নালা, খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। বর্তমানে নারায়ণগঞ্জ ফতুল্লায় প্রায় ৪০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।