‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস’২৪ উপলক্ষ্যে মানিকগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ এপ্রিল ) জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সকাল আটটায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ এবং আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান জয়শ্রী সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানিয়া কামাল, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল ভট্টাচার্য, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, জিপি মেহের উদ্দিন, নারী শিশুর স্পেশাল পিপি নরুল হুদা রুবেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেনসহ অন্যান্য বিচারক ও আইনজীবীবৃন্দ।