
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি, জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যালোসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় ক্যান্সার,কিডনিসহ কয়েকটি আক্রান্ত ১৮ জন রোগীদের এককালীন ৫০ হাজার ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত এবং সমাজকল্যাণ পরিষদ থেকে দুস্থ অসহায় ১০ জন ব্যক্তিসহ ২৮ জন ব্যাক্তির মাঝে ৯ লক্ষ পচিঁশ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত। সঞ্চালনায় উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক । বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা নওজেস আলী ও মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ। । দুটি ক্যাটাগরিতে ২৮ জন ব্যক্তির মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোজাম্মেল হক, সমাজকর্মী বেলাল হোসেন, আনিছুর রহমান সহ অফিসের কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।