
মো:সৈয়দ আলম,লামা উপজেলা প্রতিনিধি।
মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে লামা উপজেলায় সর্বজনীন পেনশন স্কীম নিয়ে জনসাধারাসরনে মাঝে অবহিত করা হয়েছে। দেশের সকল নাগরিকদের পেনশন সুবিধার আওতায় আনতে সম্প্রতি সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে। যাদের বয়স ১৮ বছরের বেশি তাদের জন্য এই ব্যবস্থা। নাগরিকগণ ৫০ বছর বয়স পর্যন্ত পেনশন স্কিমে অংশ নিতে পারবেন। যে সকল নাগরিকদের বয়স ৫০ বছরের বেশি, তারাও এর আওতায় আসবেন, তবে তাদের ১০ বছর চাঁদা পূর্ণ করতে হবে। সর্বজনীন পেনশন স্কিম বর্তমানে সমতা, সুরক্ষা, প্রগতি, প্রবাস ও প্রত্যয় – এই পাঁচটি স্কিম অফার করছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক উপজেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে “ লামা উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটি” গঠন করা হয়েছে। ২৩ এপ্রিল ২০২৪ তারিখ উপজেলা পরিষদের একটি কক্ষে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে রেজিস্ট্রেশন বুথ খোলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং-এর সভাপতিত্বে রেজিস্ট্রেশন বুথ উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, লামা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ইউনিয়ন পরিষদের সচিব, কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, সাংবাদিক এবং বিভিন্ন প্রান্ত হতে আসা সেবাপ্রার্থীগণ। সর্বজনীন পেনশন স্কিম গঠনের প্রেক্ষাপট, স্কিমের বৈশিষ্ট্য, সুবিধা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট সকলের কার্যপরিধি ও দায়িত্ব উল্লেখ করা হয়। সর্বজনীন পেনশন স্কিমে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত আলোচনাপূর্বক কর্মপন্থা নির্ধারণ করা হয়। এছাড়া ব্যাপক প্রচার-প্রচারণা (ফেস্টুন/বান্যার/বিলবোর্ড)-র মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমকে জনগণের মাঝে বিষয়টি অবহিত করা হয়।