
আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে রৌমারী উপজেলা ১৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গত ২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রতীক বরাদ্দ দেন কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আলমগীর। এসময় রৌমারী উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, পুরুষ ভাইচ চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ৩ জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রার্থীরা প্রতীক পেয়েই পোষ্টার ব্যানার তৈরী করেই মটরসাইকেল যোগে শোডাউন করার মধ্যদিয়ে মাঠে প্রচার প্রচারণায় নেমেছেন। রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোট ৮ জন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ব্যাটারি প্রতীক, শহিদুল ইসলাম শালু কাপপিরিচ প্রতীক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী টেলিফোন প্রতীক, সাবেক অধ্যক্ষ সামিউল ইসলাম জীবন মোটর সাইকেল প্রতীক, অধ্যাপক মিজানুর রহমান মজনু ঘোড়া প্রতীক, আইনজীবি আবুল বাশার মঞ্জু কই মাছ প্রতীক, একেএম ফজলুল হক মন্ডল হেলিকপ্টার প্রতীক, মুরাদুল ইসলাম রতন আনারস প্রতীক। পুরুষ ভাইচ চেয়ারম্যান পদে সামসুল দোহা মাইক প্রতীক, সাবেক ভাইচ চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন তালা প্রতীক, সেকেন্দার আলী চাঙ্গার টিউবয়েল প্রতীক।মহিলা ভাইচ চেয়ারম্যান পদে মাহমুদা আক্তার স্মৃতি হাসঁ প্রতীক, তাজমিন নাহার শাপলা কলস প্রতীক ও আয়শা সিদ্দিকি আইরিনের ফুটবল প্রতীক। জেলা প্রশাসক সাইদুল আরিফের সভাপতিত্বে জেলা প্রশাসক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।