হবিগঞ্জের মাধবপুরে রায়হান উদ্দিন (৫২) নামে টমটম চালক হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার তালিবপুর গ্রামে তিনি মারা যান। রায়হান উদ্দিন ওই গ্রামের সাঈম উদ্দিনের ছেলে। স্থানীয় স্কুল শিক্ষক আল মাসুদ জানান, মঙ্গলবার দুপুরে টমটম চালাতে গিয়ে তীব্র গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবুল হাসনাত জানান, তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।