
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ
হবিগন্জের মাধবপুরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী এক নারীসহ ৫ জন আহত হয়েছেন।বুধবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।আহতরা হলেন কৃষ্ণপুর গ্রামের তাহমিনা বেগম,২৮ একই গ্রামের কাউছার মিয়া ২০, শারমিন১৬,বাচ্চুমিয়া ৫৫,ও হনুফা বেগম৩০। জানা গেছে কৃষ্ণপুর গ্রামের বাচ্চুমিয়া ও প্রদীপ মিয়ার মধ্যে রাস্তায় চলাচল নিয়ে বিরোধ চলছিল।এ জের ধরে প্রদীপ মিয়ার লোকজন বাচ্চুমিয়ার বাড়িতে হামলা করে। এতে তারা আহত হন।আহতদের ব্রাহ্মণবাড়িয়া ও মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।