
মো:সৈয়দ আলম,লামা উপজেলা প্রতিনিধি।
বান্দরবান পার্বত্যজেলার লামা ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২১/০৪/২৪ইং রোজ রবিবার চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ০৯ জন প্রার্থী।
২১ এপ্রিল পর্যন্ত উপজেলা প্রসাশন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেন।
এবারের লামা উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপে অনুষ্ঠিত হবে।উপজেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, লামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ০২ জন,ভাইস চেয়ারম্যান পদে ০৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেন :১/জনাব মোস্তফা জামাল।বর্তমান লামা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান। ২/জনাব জাকের হোসেন মজুমদার, সাবেক চেয়ারম্যান, ফাঁসিয়াখালী ইউনিয়ন।
ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেন:০১/জনাব জাহিদ উদ্দিন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি। ০২/ জনাব সাঈদুর রহমান (সাঈদ),উপজেলা ছাত্রলীগ নেতা।০৩/জনাব প্রদীপ কান্তি দাশ,উপজেলা আওয়ামীলীগ ও সমাজ সেবক।০৪/জনাব আব্বাস উদ্দিন সেলিম,উপজেলা যুবলীগ ও সমাজ সেবক এবং সাবেক মরহুম আলী মিয়া চেয়ারম্যান এর সুযোগ্য সন্তান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেন :০১/জনাব মিল্কি রানি দাশ,বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান। ০২/জনাব বৈশালী বড়ুয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী। ০৩/জনাব সোলতানা নাজমা, মহিলা আওয়ামীলীগের নেত্রী।
দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়ন পত্র বাছাই ২৩ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতিক বরাদ্দ ০২ রা মে,৪১ টি কেন্দ্রে ভোট গ্রহন হবে ২১ মে।