সারা দেশে চলছে তীব্রতাপ প্রদাহ । দেশের তাপমাত্রা প্রতিদিন বেড়েই চলেছে । রাজশাহীতে গতকাল ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । আর এই তাপমাত্রায় বোধহয় কাল হলো মাছ চাষি মোঃ সুলতানের । রাজশাহীর দুর্গাপুর উপজেলার 3 নং পানা নগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মাছ চাষী মো সুলতান আহমেদ । রাত বারোটার পর থেকে পুকুরের মাছগুলো পানির উপরে ভাসতে থাকে । এমন অবস্থায় পুকুরে মটর দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করেন । তারপরেও ঠেকানো যায়নি মাছ মরা । তার প্রায় ২৫ বিঘা পুকুরের মাছ মরে গেছে । এতে তার প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান । ধারণা করা হচ্ছে বিষ প্রয়োগে মাছগুলো মারা গেছে । পুকুরে থাকা রুই কাতল সিলভার কাপ গুলশা মিরগা জাপানি গুচি সহ সব নানা কভার দেশি মাছ । তার পুকুরে থাকা মাছের পরিমাণ প্রায় ২০০/২৫০ মন মাছ । এতে খাবারের দাম ও মাছের দাম সহ বিশাল অঙ্গের লোকসানের মুখে পড়েছেন মাছ চাষের সুলতান আহমেদ । স্থানীয় গ্রামবাসীরা জানান পুকুরে বিষ প্রয়োগ হয়েছে এমন খবর জানতে পারলে পুকুরে এসে দেখতে পাই সমস্ত পুকুর জুড়ে মাছ মরে সাদা হয়ে রয়েছে । মাছ চাষি সুলতানা আহমেদের ছোট ভাই জিয়ারুল ইসলাম জানান রাত্রি দুইটার সময় আমরা বুঝতে পারি পুকুরে সমস্যা হয়েছে এ সময় মোটর দিয়ে পানি এবং পানিতে অক্সিজেন দেই। এবং গ্যাস হয়েছে ভেবে তা থেকে বাঁচার জন্য সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি । কিন্তু কোন কিছুতেই কাজ হয় না পুকুরের মাছ সমস্ত মরে শেষ । পুকুরে বিষ প্রয়োগ না করলে এমনটা হওয়ার কথা নয় । তিনি বলেন বাজার বেশি থাকায় মাছের খাবারগুলোর দাম অনেক বেশি এমন অবস্থায় এত বড় লোকসানে এখন পথে বসার উপক্রম। ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে কোনভাবে তা পূরণ করা সম্ভব নয় ।