
কক্সবাজার জেলা প্রতিনিধি:
শুক্রবার(১৯এপ্রিল) কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে বদরখালীর আলোচিত ঘটনা হাত পা কেটে হত্যার মামলার আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৯ এপ্রিল এস আই মেহেদী সহ একদল পুলিশ অফিসার বিশেষ অভিযান চালিয়ে বদরখালীর আলোচিত ঘটনা হাত পে কেটে হত্যার মামলার এজাহার নামীয় শাকিল আহমেদ(২৪),কে গ্রেফতার করেছেন।সে বদরখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড লম্বাখালী পাড়া এলাকার সোলাইমানে পুত্র।
চকরিয়া থানার ওসি শেখ মােহাম্মদ আলী আরো জানান, ইতিপূর্বে মামলার আর ২জন এজাহার নামীয় আসামি সহ মোট ৩ জন এজাহার নামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া আসামীদেকে আদালতে প্রেরণ করা হয়েছে ।




