
পঞ্চগড় বোদা প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদা পৌরসভার বানিয়াপাড়া
৪ নং ওয়ার্ডে শশুর বাড়িতে এসে জামাই সিলিং ফ্যানের সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করে।
জানা যায় আত্মহত্যাকারী নাম মোঃ দেবারু পিতা ফেকু গ্রাম চন্দনবাড়ি। পেশায় তিনি একজন সিএনজি চালক। এলাকাবাসী জানায় পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা কারীর মৃত্যু খুবই রহস্যজন কারণ তার পা ফ্লোরে লেগেছিল এবং শ্বশুরবাড়ি মুল গেটে তালা দেওয়া ছিল। ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন জানান খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে আসি এসে দেখি একজন যুবক সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেছে কি কারনে সে আত্মহত্যা করছে সঠিক তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। বোদা থানা পুলিশ এসে মরদহ থানায় নিয়ে যায়। বোদা থানার ওসি মোঃ মোজাম্মেল হক গণমাধ্যম কর্মীদের জানান প্রাথমিকভাবে তদন্ত চলছে এবং সুরতাহাল রিপোর্ট শেষে বিস্তারিত তথ্য বের হয়ে আসবে।