মানিকগঞ্জের সাটুরিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসা কলেজছাত্রী প্রেমিকাকে অবশেষে বিয়ে করেছেন প্রেমিক সোহেল রানা ।
সোমবার (১৫ এপ্রিল) বিকেলে তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন।
তিনি বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পারিবারিকভাবে ১১ লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করে দুপুরে তাদের বিয়ে হয়েছে।
উল্লেখ্য,এর আগে রোববার (১৪ ই এপ্রিল) রাত থেকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের বাগবাড়ি গ্রামে প্রেমিক সোহেল রানার বাড়িতে ওই কলেজছাত্রী প্রেমিকা অনশন শুরু করে।
এ নিয়ে দৈনিক নয়া দিগন্ত,আজবেলা,দেশ চ্যানেলসহ কয়েকটি অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশিত হলে মূহূর্তেই বিষয়টি আলোচিত হয়। এবং থানা পুলিশ, রাজনীতিবিদসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে আসলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পারিবারিকভাবে তাদের বিবাহ হয়।