
আয়নাল হক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সকালে রৌমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ভবনের সামন থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে রৌমারী সরকারি ডিগ্রী কলেজে পহেলা বৈশাখের মেলা উদ্বোধন করেন। এবং মেলা কমিটির আয়োজনে এমপি সহ সকল নেতৃবৃন্দকে পান্তা ইলিশ ভোজন হয়। ও শেষে দেশত্ববোধক গান, নৃত্য ও শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মাননীয় সংসদ সদস্য এ্যাড. বিপ্লব হাসান পলাশ ২৮কুড়িগ্রাম৪ এমপি মহোদয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, রৌমারী থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, বৈশাখী মেলার উজ্জাপন কমিটির সভাপতি এসএম মতিন, রৌমারী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনছের আলী, বাস মিনিবাস মোটর শ্রমিকের সভাপতি মতিন, সাংবাদিক আয়নাল হক প্রমুখ।
এই সকল কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।