
সাব্বির আকাশঃ স্টাফ রিপোর্টার হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন মাধবপুর -চুনারুঘাট আসনের এমপি ব্যাব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
এই কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৬০০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রত্যেকে ৫ কেজি আউশ ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি পাবেন।
উপজেলা নির্বাহী অফিসার একে এম ফয়সাল এর সভাপতিত্বে উক্ত কৃষি প্রণোদনা কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ ,শিক্ষা কর্মকর্তা এস এম জাকির হোসেন,সাবেক মেয়র এস এম মুসলিম ,ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি মিজানুর রহমান ,,প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান প্রমুখ।উপজেলা শিক্ষা সহকারী কর্মকর্তা রফিকুল নাজিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার।
উদ্বোধনী দিনে ২শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সার ও বীজ দেয়া হয়।
প্রধান অতিথি সৈয়দ সায়েদুল হক সুমন এমপি তার বক্তৃতায় উল্লেখ করেন বর্তমান কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি ইঞ্চি জমিকে আবাদের আওতায় আনার জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন জাতির পিতা কখনও কারও মুখাপেক্ষী ছিলেন না, এমনকি স্বাধীনতা অর্জন পরবর্তী দেশের ভঙ্গুর অবস্থার সময়ও তিনি পরনির্ভরশীল হতে চান নি, বঙ্গবন্ধু জানতেন তার দেশের মাটিতে সোনা ফলে, তাই তিনি যেমন কৃষি ও কৃষককে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়েছিলেন। বর্তমান কষি বান্ধব সরকারও বঙ্গবন্ধুর কাক্ষিত সোনার বাংলা গড়তে কৃষি ও কৃষককে সব সময় অগ্রাধিকার দিয়ে আসছে, তাইতো আজ আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি।