
খুলনা ব্যুরো:
খুলনা নগরীর সর্ববৃহৎ ঈদগাহ সার্কিট হাউজ ময়দান প্রস্তুুতি সম্পন্ন প্রদর্শনে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক এবং জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। ঈদের প্রথম জামাত ১১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮ টায়
বিশ্বের সকল মুসলিম উম্মাহদের সারা বছরব্যাপী অপেক্ষার অন্যতম সিয়াম সাধনার মাস ৩০ রোজার পর চাঁদ দেখে পরের দিন সকালে ঈদের নামাজ আদায় করার লক্ষ্যে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ধনী গরিব উচু নিচু সকল ভেদাভেদ ভুলে হৃদয়ের বন্ধনে আবদ্ধ হয়ে একই কাতারে নামাজ আদায় করতে সমাবেত হয় ঈদগাহে তাই খুলনার অন্যতম বৃহৎ ঈদের জামাতের জন্য ঈদের প্রথম নামাজ সকাল ৮টায় নির্ধারণ করে প্রস্তুুতী সম্পূর্ণ করা হয়েছে খুলনা সার্কিট হাউজ ময়দানকে বৃহৎ পরিসরে তাবু টানানো হচ্ছে বর্ণিল সাজে সাজানো হচ্ছে এবং পবিত্র কাবাঘরের আদলে মেম্বার তৈরি করা হয়েছে সাথে ব্যবস্থা করা হচ্ছে কঠোর নিরাপত্তার্বেষ্টনী নিরাপত্তা ব্যবস্থায় থাকবে র্্যাব বিজিবি পুলিশ আনসার বাহিনী। আর তারই তদারকির লক্ষ্যে খুলনা নগরীর প্রাচীন বৃহৎ ঈদের জামাত এর ঈদগাহের মাঠ সার্কিট হাউজ সাজগোজ ও নিরাপত্তা ব্যবস্থা তদারকি ও জোরদার করতে এসময় উপস্তিত ছিলেন রাজনৈতিক উচ্চ পর্যায়ের নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গগণ এবং প্রশাসন মহলের সংশ্লিষ্ট উর্ধ্বতন ব্যক্তিবর্গরা তানারা পুরো ঈদগাহ মাঠ সার্কিট হাউস প্রদক্ষিণ শেষে খুলনা বাশির উদ্দেশ্য বলেন নগরীর সার্কিট হাউস মাঠ বহু প্রাচীন আমল থেকেই পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযাহার দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে আর এই ঈদ জামাতে ঈদের নামাজ আদায় করতে শামিল হয় দূর দূরান্ত থেকে আগত মুসল্লিগণ প্রাচীন ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর সার্কিট হাউজে ঈদের নামাজের ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মোঃ আবু সালেহ তাছাড়া প্রতিবছরের ন্যায় ঈদের নামাজ আদায় করতে এখানে উপস্থিত হবেন সকল সাধারণ মানুষসহ নেতাকর্মী প্রশাসনিক কর্মকর্তা ধনী গরিব সব শ্রেণীর মানুষেরা।