বাগেরহাটের মোরেলগঞ্জে ১১ মাদক মামলার আসামি মালা বেগমসহ তার স্বামী এবং ৯ মাদক মামলার আসামি সুমন শেখকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০মার্চ) দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন পুলিশের একটি বড় বহর নিয়ে আকস্মিকভাবে মাদকের বাজার খ্যাত ‘বয়রাতলা’ মাকদ বিক্রেতাদের আকড়ায় অভিযান চালান। এ অভিযানের সময় মাদকের ডিলার মালা বেগম (৩৫) ও তার স্বামী সুমন শেখ (৪২) আটক হয়েছেন। এ সময় তাদের নিকট থেকে পুলিশ ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে ওসি বলেন, পেশাদার কিছু মাদক বিক্রেতা বয়রাতলা এলাকায় নিয়মিত কেনা-বেচার আসর জমায়, এমন সংবাদের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালানো হয়। এতে মালা বেগম ও তার কথিত স্বামী সুমন শেখ গাঁজাসহ হাতেনাতে ধরা পড়েন। তিনি আরও জানান, আটক মালা বেগমের বিরুদ্ধে মাদক আইনে মোরেলগঞ্জ থানায় ১১টি ও সুমনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।